Thursday, October 23, 2014

Bengali Shayari-56

আপনার প্রেমে আমি আত্মদান করেছি, সর্বস্ব বিলিয়ে দিয়েছি।
এখন আপনি আমাকে প্রেমের প্রদীপ,
পূজোর ফুল বা পায়ের দাগ যা ইচ্ছে বলতে চান বলতে পারেন।
আপনার সে অধিকার রয়েছে।
আপনার শ্রদ্ধা, আপনার প্রেম, আপনার ধিক্কার সব কিছুই শিরোধার্য।
সব কিছুই আমার গ্রহণীয়, সব কিছুই আমার পরম প্রাপ্য।

Bengali Shayari-55

কঠিন যাতনাময় ছিন্নভিন্ন দিন, বিনিদ্র ভগ্নাংশ রাত, এই আমি পেয়েছি। জীবন এইরকমই যার আঁচল যতটুকু ততটুকুই ভাগ্যদেবী তাকে দিয়ে থাকেন। হৃদয়কে যতবার বোঝাবার চেষ্টা করেছি ততবারই শুনেছি কেউ যেন হেসে উঠেছে আর বলছে-হৃদয় বুঝে তুই কি করবি? নে, তোকে মৃত্যু দিলাম, এটা বুঝে নাও। মৃত্যু কি সেটাও কি ছাই আমি বুঝতে পেরেছি? না মৃত্যু কি তাও বুঝলাম না। শুধু জানি আট প্রহর ধিকি ধিকি জ্বলে যেতে হবে। হৃদয়ের মতো সঙ্গী যখন জুটে গেছে জানি হৃদয়যন্ত্রণার হাত থেকেও নিষ্কৃতি নেই আমার। হৃদয় মানেই হৃদয়যন্ত্রণা এটুকু জানি। এর চেয়ে বেশী আর আমি জীবন হৃদয়, মৃত্যু সম্পর্কে কিছুই জানি না। কিছুই না।

Bengali Shayari-54

দীর্ঘ পথ চলতে চলতে যখন আমার কাঁধ ঝুঁকে আসে, চড়াই-এর উচ্চতায় যখন হাঁপিয়ে উঠি, যখন নিঃশ্বাস বুকের একপাশে জড়ো হয়ে ফুলে ওঠে আর মনে হয়, আমার চলবার শক্তি নেই, এখানেই থেমে যেতে হবে আমার,- তখন আমারই লেখা ছোট্ট একটা কবিতা আমার সামনে এসে বলে,- হে কবি হে আমার স্রষ্টা, এসো আমার কাঁধে হাত রাখো, এসো, আমি তোমার সমস্ত বোঝা তুলে নিই।

Bengali Shayari-53

প্রেয়সীর সঙ্গে প্রথম দৃষ্টি বিনিময়েই মনে হল যেন বহুদিনের পুরানো বন্ধু দীর্ঘ বিচ্ছেদের পর আবার মিলিত হল। এ যেন নতুন পরিচয় নয়, পুণঃমিলন মাত্র।

Bengali Shayari-52

এবার তাহলে যাই।
যাবার আগে তোমার কাছে আমার হৃদয়টাকে রেখে যাচ্ছি।
মাঝে মাঝে সে তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে।

Bengali Shayari-51

এসো প্রিয়া, আজ তোমাকে কাঁধে তুলে নিই, তুমি মুখটা তুলে তোমার দুষ্টু ঠোঁট দিয়ে চাঁদের মাথায় চুমু খেয়ে নাও। আজ রাত্রে চাঁদটাকে দেখ, কনুইয়ের ওপর ভর দিয়ে চাঁদটা আমাদের কত কাছে চলে এসেছে। এত কাছে যে তুমি উঁচু হয়ে মুখ বাড়ালেই তার ঠান্ডা কপালে ছোট্ট একটা চুমু এঁকে দিতে পার। এসো প্রিয়া, এসো, তোমাকে তুলে ধরি।

Bengali Shayari-50

হৃদয়ের জন্য বেদনা রয়েছে হৃদয়ের জন্য আনন্দও। এই যে পৃথিবী, এখানেই নরক রয়েছে, এখানেই স্বর্গ। সফল প্রেমই স্বর্গ, বিফল প্রেমই নরক।