প্রেমের ওপর জোর চলে না। প্রেম কারুর শাসন মেনে চলে না।
প্রেমের ওপর কারুরই আধিপত্য নেই।
প্রেম এমন একধরনের আগুন যা ইচ্ছে করলেই লাগানো যায় না,
ইচ্ছে করলেই নেবানোও যায় না।
যখন জ্বলবার জ্বলে ওঠে, যখন নিভে যাবার নিভে যায়।
প্রেমের ওপর কারুরই আধিপত্য নেই।
প্রেম এমন একধরনের আগুন যা ইচ্ছে করলেই লাগানো যায় না,
ইচ্ছে করলেই নেবানোও যায় না।
যখন জ্বলবার জ্বলে ওঠে, যখন নিভে যাবার নিভে যায়।
0 comments:
Post a Comment