Thursday, October 23, 2014

Bangla Shayari-17

প্রেম নেই, ভালবাসা নেই।
আমাকে মাথা ঠুকে ঠুকে হয়ত মাথা ফাটিয়ে ফেলতে হবে নিরাশায়।
তাই যদি হয় তবে মাথা ফাটাবার জন্য কেন তোমারই দরজার পাথরে মাথা ঠুকব?
হে পাষণহৃদয়া নারী,
যদি এভাবে মৃত্যুই আমার ভাগে থাকে,
তবে তোমার দরজার পাথরে মাথা ফাটাবো না আমি ।
মাথা ফাটাবার জন্য অন্য কোন দ্বার পাব,
অন্য কোন কঠিন প্রস্তর,
পাব অন্য কোন সংঘাতময় সমাপ্তি।

0 comments:

Post a Comment