Thursday, October 23, 2014

Bangla Shayari-30

হে প্রেয়সী তোমার এ অপূর্ব ক্ষমতা দেখে মরে যেতে কার না ইচ্ছে করবে!
অবাক কান্ড আল্লাহ, যুদ্ধ করে যারা বীরাঙ্গনার মতো অথচ হাতে তলোয়ারও নেই।
প্রেমের অসিযুদ্ধে প্রেমিকার যৌবনমদমত্ত শরীরই তো হয়ে ওঠে সূতীক্ষ্ণ তরবারী।
হাতে প্রয়োজন কোথায় লৌহনির্মিত তলোয়ারের….

0 comments:

Post a Comment