Thursday, October 23, 2014

Bangla Shayari-32

বিদ্যুৎ এর চমক আমাকে সত্যি আনন্দে ভরে দেয়। কেননা আমার প্রিয়া, যে আমার নাম শুনে ভয় পায়, সে কিন্তু বিদ্যুৎ বজ্রপাতের সময় আকংকে আমাকেই জড়িযে ধরে। বিদ্যুৎ চমকানোর জন্যই আমার কপালে প্রিয়ার কোমল শরীরের আলিঙ্গন জুটে যায়। সেজন্যই বলছি বিদ্যুৎ চমকানো অন্যদের হয়ত ভাল লাগে না, আমাকে কিন্তু খুবই আনন্দ দেয় সে।

0 comments:

Post a Comment