হে প্রেয়সী, তোমকে কি করে বোঝাব আমার অশ্রুজলের মানে ।
চোখের কোণে যখন ছলকে ওঠে টলটলে অশ্রুর উষ্ণ বিন্দু,
তখন সেটা হল আগুনের স্ফুলিঙ্গ,
আর গাল বেয়ে গড়িয়ে যখন ঝরে পড়ে সেই অশ্রুর ফোঁটা,
তখন নেহাতই সেটা এক বিন্দু জল।
চোখের কোণে যখন ছলকে ওঠে টলটলে অশ্রুর উষ্ণ বিন্দু,
তখন সেটা হল আগুনের স্ফুলিঙ্গ,
আর গাল বেয়ে গড়িয়ে যখন ঝরে পড়ে সেই অশ্রুর ফোঁটা,
তখন নেহাতই সেটা এক বিন্দু জল।
0 comments:
Post a Comment