Thursday, October 23, 2014

Bangla Shayari-36

হে প্রেয়সী, তোমকে কি করে বোঝাব আমার অশ্রুজলের মানে ।
চোখের কোণে যখন ছলকে ওঠে টলটলে অশ্রুর উষ্ণ বিন্দু,
তখন সেটা হল আগুনের স্ফুলিঙ্গ,
আর গাল বেয়ে গড়িয়ে যখন ঝরে পড়ে সেই অশ্রুর ফোঁটা,
তখন নেহাতই সেটা এক বিন্দু জল।

0 comments:

Post a Comment