কারাগারে ছোট্ট বন্দী কবি।
আলোর জন্য একটুখানি রোশনদান।
কবি বলেছেন- রোশনদান থেকে আলো যখন নিভে গেল তখন বুঝলাম রাত হয়েছে,
তোমার শূণ্য সিঁথি তারার মুক্তোতে ভরে গেছে হয়তো।
তারপর একসময় অনেকক্ষন বাদে,
যখন আমার ইস্পাতের হাতকড়িটা চিকচিক তরে উঠল,
বুঝলাম সকাল হয়েছে।
তোমারা মুখটা হয়তো সকালের মিঠে রোদ্দুরে রক্তিম হেয় উঠছে।
আলোর জন্য একটুখানি রোশনদান।
কবি বলেছেন- রোশনদান থেকে আলো যখন নিভে গেল তখন বুঝলাম রাত হয়েছে,
তোমার শূণ্য সিঁথি তারার মুক্তোতে ভরে গেছে হয়তো।
তারপর একসময় অনেকক্ষন বাদে,
যখন আমার ইস্পাতের হাতকড়িটা চিকচিক তরে উঠল,
বুঝলাম সকাল হয়েছে।
তোমারা মুখটা হয়তো সকালের মিঠে রোদ্দুরে রক্তিম হেয় উঠছে।
0 comments:
Post a Comment