Thursday, October 23, 2014

Bengali Shayari-47

দেখ, ধীরে চল, আরও আস্তে। দেখ, ভেবে চিন্তে পা ফেলবে। লক্ষ্য রেখ, কোথাও জোরে যেন পায়ের শব্দ বেজে না ওঠে। এ নির্জনতায় কাঁচের তৈরী সব স্বপ্নরা ঘুমিয়ে আছে। দেখ তোমার পায়ের শব্দে না ভেঙ্গে যায় কোন স্বপ্ন, যেন জেগে না ওঠে। সে তক্ষুনি মরে যাবে। ঘুমুতে যাও ওদের, জাগিও না। নিদ্রার জগতেই ওদের বিচরণ, নিদ্রাই ওদের জীবন আর জাগরণই ওদের মৃত্যু। তাই বলছি, ধীরে চল, খুব ধীরে।

0 comments:

Post a Comment