Tuesday, October 14, 2014

অন্যের কবিতা - ১

লতাপাতা খান

– (বনলতা সেন by জীবনানন্দ দাশ অবলম্বনে )
>>> হুসাইন আল হিয়াম
<><><><><><><><><><><><><><><>
সারাটা দিন ধরে কুত্তার মত ঘুরিতেছি ঢাকার পথে ।
বোটানিক্যাল থেকে চিরিয়াখানা মিরপুরের সেই ১০ ন রোডে
অনেক ঘুরছি আমি , স্বপন দেখেছি লেগুনার ভিতরে
সেখানে ছিলাম আমি , আর ছিলাম অন্ধকার বাসের ভিতরে
আমি ক্লান্ত প্রান এক , চারিদিকে শুধু ময়লার ঘ্রান ,
আমারে তুই একটু শান্তি দিলিনা পুরান ঢাকার লতাপাতা খান । চুল তার কবে কার অন্ধকার আফ্রিকার জঙ্গল ,
মুখ তার শামুক , দুঃখিত আর না বলাই মঙ্গল
লেগুনার ব্রেক মারতেই হারায়েছে দিশা
কড়া রদ্র , চোখে সরিষার ফুল দেখে উঠলাম বাসের ভিতর
অন্ধকার স্পর্শে দেখলাম তারে , বলেছে সে , আরে মিয়া সইরা খারান ?
গরুর চোখের মত চোখ বর করে পুরান ঢাকার লতাপাতা খান ।
সমস্ত দিন শেষে দড়ি ছেড়া বলদের মত
সন্ধ্যা আসে , ঘামের গন্ধে সাত ভুত পালায় ;
গায়ের গন্ধ শুকে মাছিরা করে ভন ভন আয়োজন
তখন হাতির ঝিলের আলোক রঙ্গে ঝিলমিল ;
এমন সময় ছুরি হাতে ছেলেরা আসে , বাঁচতে সব করেন দান ;
থাকে শুধু আন্ডার প্যান , হায়রে পুরান ঢাকার লতাপাতা খান ।
<><><><><><><><><><><><><><><><><>

0 comments:

Post a Comment