Tuesday, October 14, 2014

Short Poem-14

বৃষ্টি ভেজা পাখি আমি
বৃষ্টির গান গাই
বৃষ্টি মাঝে একলা তোমায়
সঙ্গে কেবল চাই।
থাকলে সাথে বৃষ্টি রাতে
চাইনা কিছু আর
বৃষ্টি ভেজা তুমি আমি
দ’জন দু’জনার।

0 comments:

Post a Comment