আমার কান্নার ভাগ যে অংশে রয়েছে,
আমার জীবনের সে অংশটাই সবচেয়ে শ্রেষ্ঠ অংশ।
জীবনের উল্লেখযোগ্য পরিচ্ছেদ তো দুঃখেরই পরিচ্ছেদ,
অশ্রুভারাক্রান্ত ভাগই তো জীবনের উৎকৃষ্ট ভাগ।
আমার জীবনের সে অংশটাই সবচেয়ে শ্রেষ্ঠ অংশ।
জীবনের উল্লেখযোগ্য পরিচ্ছেদ তো দুঃখেরই পরিচ্ছেদ,
অশ্রুভারাক্রান্ত ভাগই তো জীবনের উৎকৃষ্ট ভাগ।
0 comments:
Post a Comment