Thursday, October 23, 2014

Bangla Shayari-13

সময় বড় মনোযোগ দিয়ে আমার জীবনের কাহিনী শুনে যাচ্ছিল।
আমিই কাহিনী বলতে বলতে ঘুমিয়ে পড়েছি।
জীবন তো তাই অসমাপ্ত কাহিনী। সময় চলছে চলবে।
আর অসমাপ্ত কাহিনী নিয়ে এক একটি জীব ঘুমিয়ে পড়ছে, শেষ হয়ে যাচ্ছে।
সময় শুনছে এরকম কত অসমাপ্ত কাহিনী, শুনবে আরও কত!

0 comments:

Post a Comment