আপনি দুঃখ করবেন না, মিছেমিছি প্রায়শ্চিত্ত করার কথা ভাববেন না।
আর প্রেমকে অস্বীকার করেছেন তার জন্য, আমার জন্য বিন্দুমাত্র ভাববেন না।
আপনার মাথার দিব্যি খেয়ে বলছি, আমি ভালই আছি। ‘দাগ’ ঠিকই আছে।
মিথ্যে দুঃখ করবেন না আমার জন্য।
আর প্রেমকে অস্বীকার করেছেন তার জন্য, আমার জন্য বিন্দুমাত্র ভাববেন না।
আপনার মাথার দিব্যি খেয়ে বলছি, আমি ভালই আছি। ‘দাগ’ ঠিকই আছে।
মিথ্যে দুঃখ করবেন না আমার জন্য।
0 comments:
Post a Comment