Thursday, October 23, 2014

Bangla Shayari-15

এই যে উড়ো উড়ো চেহারা, এই যে অগোছালো চুল,
তোমার সকালের ঘুমভাঙা এই চেহারাই বলে চিচ্ছে তোমার রাত্রির ইতিহাস।
তোমার প্রেমাভিসারের রাত্রির মানচিত্র তোমার সদ্যজাগ্রত চেহারাতেই রয়েছে।

0 comments:

Post a Comment