তোমার পৃথিবী, তোমার হৃদয় ছেড়ে কোথায় যাব বল?
আমি হচ্ছি ফুলের সুগন্ধ।
ফুল ছেড়ে কোথায় আর যেতে পারি আমি?
তুমি আমার ফুল আর প্রেম আমার হল সেই ফুলের সুরভি।
ফুল ছেড়ে সুরভি কি চলে যেতে পারে?
আমি হচ্ছি ফুলের সুগন্ধ।
ফুল ছেড়ে কোথায় আর যেতে পারি আমি?
তুমি আমার ফুল আর প্রেম আমার হল সেই ফুলের সুরভি।
ফুল ছেড়ে সুরভি কি চলে যেতে পারে?
0 comments:
Post a Comment