প্রেয়সীর সঙ্গে আমার মিলনের রাত এ জীবনে আমার ভাগ্যেই নেই।
যদি আয়ু আমার আরও বেড়ে যেত তবুও এ দূর্ভাগ্যই কপালে থাকত।
আমার অপেক্ষায়ই থাকতে হত আমাকে।
এ প্রতীক্ষাই আমার ভাগ্যলিপি,
জীবনের দিন বাড়লে সেটা হত অপেক্ষারই করুণ দিনলিপি।
যদি আয়ু আমার আরও বেড়ে যেত তবুও এ দূর্ভাগ্যই কপালে থাকত।
আমার অপেক্ষায়ই থাকতে হত আমাকে।
এ প্রতীক্ষাই আমার ভাগ্যলিপি,
জীবনের দিন বাড়লে সেটা হত অপেক্ষারই করুণ দিনলিপি।
0 comments:
Post a Comment