Thursday, October 23, 2014

Bangla Shayari-27

যখন নৌকা অটুট ছিল তখন তীরের চিন্তা আমি কোনদিন করিনি।
কেননা যখন খুশি তীরে পোঁছে যেতে পারতাম।
এখন যখন আমার নৌকা ভেঙ্গে গেছে এখনও আমি তীরের চিন্তা করি না।
কেননা যতই চেষ্টা করি না কেন তীরে আমি কোনদিনই পোঁছাতে পারব না।

0 comments:

Post a Comment