Thursday, October 23, 2014

Bangla Shayari-28

প্রেয়সীর উপর আমার অভিমান হয়েছে।
রাগ করে উঠে পড়লাম।
কিন্তু এই ভেবে ওর বাড়ি থেকে বেরিয়েছি যে,
এইবার ও ডেকে আমাকে থামিয়ে দেবে,
মিষ্টকথায় আমার অভিমান ভেঙ্গে দেবে।
ভেবেছিলাম হাওয়ায় আমার কাপড় উড়ছিল
সেই কাপড়ের কোণ ধরে আমকে বসিয়ে দেবে ও।
এমন ধীর পদক্ষেপে হাঁটছিলাম যে
ডাক দিলেই শুনে আমি ফিরে আসেত পারতাম।
কিন্তু ও এমন নিষ্ঠুর প্রিয়া, যে আমাকে একবারও ডাকল না,
আটকাল না, কাপড় ধরে টেনে বসালো না।
আশাহত আমি ধীরে ধীরে এগিয়েই চললাম।
আর আজ ওর থেকে এত দূরে চলে এসেছি যে
আমরা দু’জন চিরকালের মত আলাদাই হয়ে গেলাম।
ও ডাকল না, আমার ফেরা হল না,
আমাদের সম্পর্কের ইতি হয়ে গেল

0 comments:

Post a Comment