সুরা দেবার সময় কপালে এরকম কুটিল রেখা এঁকো না তুমি।
সুরা মানে আনন্দ, সুতরাং এ আনন্দদায়ক পানীয় হাসিমুখে পান করাও।
মনে রেখো, নেশা সুরার পরিমাণের উপর নির্ভর করে না।
সুরা কম থাকলে আমার চোখে চোখ মিলিয়ে সুরা ঢেলো
তাতেই আমার চরম নেশা হয়ে যাবে।
সুরা মানে আনন্দ, সুতরাং এ আনন্দদায়ক পানীয় হাসিমুখে পান করাও।
মনে রেখো, নেশা সুরার পরিমাণের উপর নির্ভর করে না।
সুরা কম থাকলে আমার চোখে চোখ মিলিয়ে সুরা ঢেলো
তাতেই আমার চরম নেশা হয়ে যাবে।
0 comments:
Post a Comment