শত্রুতা করার সময় হে বন্ধু, একটু ভেবেচিন্তে কর।
দেখ এত নিষ্ঠুর ভয়ংকর শত্রুতা কর না যে পরে যদি আমরা আবার বন্ধু হয়ে যাই তখন লজ্জিত হতে হয়।
তোমার শত্রুতার মধ্যে একটু ছেদ রেখ, সুযোগ রেখ বন্ধু।
যতির পরে পুরানো বন্ধুত্ব ফিরে পেলে লজ্জা নেই,
কিন্তু শত্রুতার চরমে যদি আজ বন্ধুত্ব ছিন্ন করে ফেল,
পুনর্মিলনের সময় লজ্জায় মুখ তোলা যাবে কি করে সুতরাং হে বন্ধু,
শত্রুতা করবার সময় সম্পর্কে ছেদ রেখ ছিন্ন করে ফেল না।
দেখ এত নিষ্ঠুর ভয়ংকর শত্রুতা কর না যে পরে যদি আমরা আবার বন্ধু হয়ে যাই তখন লজ্জিত হতে হয়।
তোমার শত্রুতার মধ্যে একটু ছেদ রেখ, সুযোগ রেখ বন্ধু।
যতির পরে পুরানো বন্ধুত্ব ফিরে পেলে লজ্জা নেই,
কিন্তু শত্রুতার চরমে যদি আজ বন্ধুত্ব ছিন্ন করে ফেল,
পুনর্মিলনের সময় লজ্জায় মুখ তোলা যাবে কি করে সুতরাং হে বন্ধু,
শত্রুতা করবার সময় সম্পর্কে ছেদ রেখ ছিন্ন করে ফেল না।
0 comments:
Post a Comment