Monday, October 13, 2014

Short Poem-1

বেশ তো ছিলাম একা একা
হঠাৎ তুমি আসলে,
আমার চোখে চোখটি রেখে
একটুখানি হাসলে।
সে হাসিতো নয়ত হাসি
বলতে পার বুলেট ছিল,
এক নিমেষে হৃদয় আমার
ভীষণভাবে দীর্ণ হল।
হায়রে প্রিয়া আমায় নিয়া
খেললে তুমি একোন খেলা?
অনেকটা পথ সঙ্গ দিয়া
বললে হঠাৎ, যাও একেলা!

0 comments:

Post a Comment