Monday, October 13, 2014

Short Poem-2

ভালোবেসে যাকে আমি দিলাম ফুলের মালা
সেই ছেলেটি এবার এসে ডাকল আমায় খালা   angry
ভালবেসে যার পেছনে করলাম ব্যয় অর্থ
সেই ছেলেটি আমায় দেখি করল প্রেমে ব্যর্থ
ওরে বোকা ওরে গাধা বুঝিস না তুই কিছু  thumbs_down
অকারণেই আমি কখনো ঘুরিনা তোর পিছু  shame
তোর ঔ স্কুলের নোট আমার এখন চাই  waiting
পড়া না বুঝলে আমি যে স্যারের মাইর খাই notlistening
তুই কি চাস আমি এবার করি ভীষন ফেল   hmm
তাইলে তো আর আব্বা আমায় দিবেনা   কিনে সেল,
তোর মত ঔ গাধার গলায় পরাইছি তাই মালা  brokenheart
পরীক্ষার আগে আমায় ডাকিস না তুই খালা  mad mad hug

0 comments:

Post a Comment