ভালোবেসে যাকে আমি দিলাম ফুলের মালা
সেই ছেলেটি এবার এসে ডাকল আমায় খালা
ভালবেসে যার পেছনে করলাম ব্যয় অর্থ
সেই ছেলেটি আমায় দেখি করল প্রেমে ব্যর্থ
ওরে বোকা ওরে গাধা বুঝিস না তুই কিছু
অকারণেই আমি কখনো ঘুরিনা তোর পিছু
তোর ঔ স্কুলের নোট আমার এখন চাই
পড়া না বুঝলে আমি যে স্যারের মাইর খাই
তুই কি চাস আমি এবার করি ভীষন ফেল
তাইলে তো আর আব্বা আমায় দিবেনা কিনে সেল,
তোর মত ঔ গাধার গলায় পরাইছি তাই মালা
পরীক্ষার আগে আমায় ডাকিস না তুই খালা

সেই ছেলেটি এবার এসে ডাকল আমায় খালা

ভালবেসে যার পেছনে করলাম ব্যয় অর্থ
সেই ছেলেটি আমায় দেখি করল প্রেমে ব্যর্থ
ওরে বোকা ওরে গাধা বুঝিস না তুই কিছু

অকারণেই আমি কখনো ঘুরিনা তোর পিছু

তোর ঔ স্কুলের নোট আমার এখন চাই

পড়া না বুঝলে আমি যে স্যারের মাইর খাই

তুই কি চাস আমি এবার করি ভীষন ফেল

তাইলে তো আর আব্বা আমায় দিবেনা কিনে সেল,
তোর মত ঔ গাধার গলায় পরাইছি তাই মালা

পরীক্ষার আগে আমায় ডাকিস না তুই খালা



0 comments:
Post a Comment