Tuesday, October 14, 2014

Short Poem-3

নরমাল সবকিছু, ভুড়িখানা মোটা
এজন্য রেগুলার চলে খুব খোঁটা।
লম্বায় পাঁচ ছয়, একটুও বেশি নয়
চার চোখ দেখে কেউ পেয়ো নাকো ভয়।  isee
ফোরামটা গরম, তাই মারলাম উঁকি,
ছড়া বলি, এস দেখি, ছোট খোকা খুকি।
ছড়া দিয়ে বড়া ভেজে করি হৈ চৈ,
রংবাজ, ধাড়িবাজ, কাঠিবাজ নই।
এই হল পরিচয়, নেবে নাকি বরণে?
প্রায় প্রায় দিব ফাঁকি, শুধু বিনা কারণে।
ঠিঁকুজি? বাদ দেন ফোরামিক সাহেব,  donttell
ছড়াবাজি জারি থাক, ফুটি আল্ -গায়েব।

0 comments:

Post a Comment