কোন এক সকালে, আম তলে ধুপ ধাপ,
মেজোটাতো দেয় দৌড়, ছড়াবাজ চুপচাপ।
আম ফেলে কেরে ঐ, ভাবছে সে দাঁড়িয়ে,
দাদী কয়, গাধা নাকি?! আন ওটা কুড়িয়ে।
মগজেই আসে না, আম কে গো ফেললো?
শেষমেষ কাঁচুমাচু, দাদীকেই বললো।
দাদী ভাবে সেরেছে, এ ব্যাটার কী হবে
ফিউচার ফকফকা, আলবৎ গবেট-এ।
আসলে তো বোকা নয়, একটু কি ভাবালু
রাখ্ তোর এ লজিক, তু হামাক কী কলু?
মেজটাতো এনে আম, কাটাকাটি খাওয়া শেষ
ছড়াবাজ তখনও, ভেবে যায় সবিশেষ।
মেজগুলো হয় নাকি, সবচেয়ে চাল্লু
দাদা যে, গাধা সে – জানে সব উল্লু।
ছড়াবাজ এখনও ভাবাভাবি করে খুব,
ছড়া লিখে কীভাবে, এ যে বড় অদ্ভুদ।
দাদীটা আজ নাই, থাকলে তো দেখতো,
ছড়াবাজ হল শেষে, বিদ্যান ব্রত্য।
দাদী তুমি আছ শুয়ে, ছোট ঐ কবরে
Geneএর এই সাকসেস, রাখ নাকি খবরে?
মুখে তেল চুপচুপে, বাবা দিলো একি সাজ!
বলে তুই ছড়াবাজ, বিদ্যারই ও জাহাজ!!
টাইটেল পেয়ে সেই, ছড়াবাজ কি খুশি!
লাফ দেয় উঁচুতে, মুঠি হাত দু ঘুষি।
বাবাটাও আজ নেই, চুমে নিল বাই বাই,
চুম্বন বিদায়ের, গাধারাম বুঝি নাই।
পরদিন সব শেষ, ঝাঁপসা এ যাতনা,
ছাতা ছিলে এ মাথার, ছিলে মোর প্রেরণা।
মেজোটাতো দেয় দৌড়, ছড়াবাজ চুপচাপ।
আম ফেলে কেরে ঐ, ভাবছে সে দাঁড়িয়ে,
দাদী কয়, গাধা নাকি?! আন ওটা কুড়িয়ে।
মগজেই আসে না, আম কে গো ফেললো?
শেষমেষ কাঁচুমাচু, দাদীকেই বললো।
দাদী ভাবে সেরেছে, এ ব্যাটার কী হবে
ফিউচার ফকফকা, আলবৎ গবেট-এ।
আসলে তো বোকা নয়, একটু কি ভাবালু
রাখ্ তোর এ লজিক, তু হামাক কী কলু?
মেজটাতো এনে আম, কাটাকাটি খাওয়া শেষ
ছড়াবাজ তখনও, ভেবে যায় সবিশেষ।
মেজগুলো হয় নাকি, সবচেয়ে চাল্লু
দাদা যে, গাধা সে – জানে সব উল্লু।
ছড়াবাজ এখনও ভাবাভাবি করে খুব,
ছড়া লিখে কীভাবে, এ যে বড় অদ্ভুদ।
দাদীটা আজ নাই, থাকলে তো দেখতো,
ছড়াবাজ হল শেষে, বিদ্যান ব্রত্য।
দাদী তুমি আছ শুয়ে, ছোট ঐ কবরে
Geneএর এই সাকসেস, রাখ নাকি খবরে?
মুখে তেল চুপচুপে, বাবা দিলো একি সাজ!
বলে তুই ছড়াবাজ, বিদ্যারই ও জাহাজ!!
টাইটেল পেয়ে সেই, ছড়াবাজ কি খুশি!
লাফ দেয় উঁচুতে, মুঠি হাত দু ঘুষি।
বাবাটাও আজ নেই, চুমে নিল বাই বাই,
চুম্বন বিদায়ের, গাধারাম বুঝি নাই।
পরদিন সব শেষ, ঝাঁপসা এ যাতনা,
ছাতা ছিলে এ মাথার, ছিলে মোর প্রেরণা।
0 comments:
Post a Comment