Tuesday, October 14, 2014

Short Poem-5

যদিও সে পুরানা, ছড়াগুলো তো নতুন,
এনজয় এগুলোই, ভিন্নতা – সে তো গুন।
প্রাইভেসি গোপনীয়, লুঙ্গিটা টেনোনা,
ঢিলা গিট আমার এই, বেল্ট তুমি পড়না?
ছড়াবাজ নিকে সেকি, আছে কোনো প্রবলেম?
অভিযোগে চিপি দাও, এনি মোর কোশ্চেন?
সুতা ধরে দিলে টান, কার্টুনে দেখেছো,
জামা খুলে সুতা বেশে, নাঙ্গু সে ফেঁসেছো!
হাতে আছে ম্যালা সুতো, টানি যদি খুশিতে,
খসে যেতে পারে মাস্ক, মোক্ষম ঘুষিতে।
আপাতত ছাড়ি সব, ছড়াবাজি করে যাই,
গুতাগুতি হুটাপুটি, দিয়ে টাটা বাই বাই।

0 comments:

Post a Comment