Tuesday, October 14, 2014

Short Poem-6

ছড়া ভরা কলা কত, লাফালো যে হনুমান,
ছড়াময় ধান ছিল, চিটা পেয়ে হল ম্লান।
ছড়ানো যে এলো চুল, ঢেউ তুলে মেঘদল,
ছড়াহার পরে খুশি, খুকিদের কোলাহল।
কেউ যদি পিছলিয়ে হাঁটু দিয়ে পড়ে যায়,
কাপড় আর চামড়াটা একটু কি ছড়ে যায়?
ছড়া দিয়ে পানি বয়, ছড়া সে তো ঝরণা,
মাগুরের ছড়া পুড়ে, বন জুড়ে কান্না।
ছড়্ ছড়্ ঢালো পানি, তুষ জ্বলা সে ছাইয়ে,
আম নাকি ছড়া-ছড়ি, কোথা গেলে? চাপাই-এ।
ছড়া ভাজে গুরুজন রিটন আর মৃদুলে,
লেখা সব যাদুময়, ছন্দটা না ভুলে।
আরও একজন আছে, কচি মনে করে হিট,
আহসান ফার্স্ট নেম, শেষে লেখা যে হাবীব।
ঠিক তাই, ছোট ভাই হুমায়ুন, জাফরের,
ছড়া ছিল উন্মাদে এলেবেলে সেকালের।

0 comments:

Post a Comment